কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পাকিস্তান-আফগানিস্তান
এক সপ্তাহের তীব্র সীমান্ত সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। রোববার (১৯ অক্টোবর) ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং আফগান প্রতিরক্ষামন্ত্রী মুল্লা ইয়াকুব নেতৃত্ব দেন। বৈঠকে উভয়পক্ষ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে এবং শান্তি টিকিয়ে রাখতে ফলোআপ আলোচনায় সম্মত হয়।
পাকিস্তান বৈঠকে অভিযোগ করে, আফগান ভূখণ্ডে টিটিপি ও বিএলএ গোষ্ঠী সক্রিয় এবং তারা পাকিস্তানে হামলা চালাচ্ছে। অন্যদিকে, তালেবান সরকার জানায়, তাদের মাটি অন্য দেশের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহৃত হবে না।
গত দুই সপ্তাহে ভয়াবহ সংঘর্ষে শতাধিক মানুষ নিহত ও আহত হয়। এর আগে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি হলেও তা ভেঙে পড়ে। টিটিপির আত্মঘাতী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।
পর্যবেক্ষকদের মতে, এই নতুন যুদ্ধবিরতি দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে, তবে স্থায়ী শান্তির জন্য পারস্পরিক আস্থা ও সন্ত্রাসবিরোধী পদক্ষেপ জরুরি।