কাতারে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের, পূর্ণ সমর্থনের ঘোষণা

2 months ago 6
কাতারে ইরানের সামরিক হামলার কড়া নিন্দা জানিয়েছে সৌদি আরব। সোমবার রাতে এক বিবৃতিতে রিয়াদ জানিয়েছে, এটি আন্তর্জাতিক আইন এবং সুসম্পর্কের নীতির গুরুতর লঙ্ঘন। সেই সঙ্গে ‘অযৌক্তিক ও সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছে তারা। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরব কাতারের উপর ইরানের এই আগ্রাসনের তীব্র নিন্দা জানায়। এই হামলা আন্তর্জাতিক আইন এবং প্রতিবেশীসুলভ আচরণের পরিপন্থী। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং কোনো পরিস্থিতিতেই যৌক্তিক নয়।” বিবৃতিতে আরও জানানো হয়, কাতার যেকোনো প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ গ্রহণ করলে সৌদি আরব সব ধরনের সহযোগিতা ও সম্পদের মাধ্যমে পাশে থাকবে। এর আগে সোমবার রাতে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল-উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরান দাবি করে, রোববার ভোরে আমেরিকার চালানো বোমা হামলায় তাদের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতির জবাবেই এই পাল্টা হামলা। হামলার পর কাতার নিজ দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ জানায় এবং জানায়, তারা সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানায় কাতারি কর্তৃপক্ষ। বর্তমানে কাতারের আকাশসীমা নিরাপদ রয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। পারস্য উপসাগরে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলা ও পাল্টা অবস্থান উপসাগরীয় রাজনীতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইরান, কাতার এবং সৌদি আরবের ভূরাজনৈতিক অবস্থান ও সম্পর্কের পটভূমিতে এটি গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।   সোর্স: আরব নিউজ
Read Entire Article