কানাডার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে পারে বায়ার্ন!
বায়ার্ন মিউনিখের কানাডিয়ান ফুলব্যাক আলফোনসো ডেভিসকে নিয়ে ফুটবল বিশ্বে এখন তুমুল আলোড়ন। কানাডার হয়ে খেলতে গিয়ে ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে দীর্ঘ সময় মাঠের বাইরে চলে গেছেন বায়ার্ন মিউনিখের তারকা ডিফেন্ডার। তবে চোটের চেয়েও বড় বিতর্ক সৃষ্টি করেছে কানাডা সকারের দায়িত্বহীন আচরণ!