কানাডায় উৎসবের শেষ আকর্ষণ ‘আগন্তুক’

2 weeks ago 7

কানাডায় আগামীকাল ২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে ৮ম টরন্টো মাল্টিকালচারাল চলচ্চিত্র উৎসব। এটি চলবে ২৮ আগস্ট পর্যন্ত। পাঁচ দিনের এই উৎসবের মহড়া জমে উঠবে উৎসবের সমাপনী ছবির মাধ্যমে। পরিচালক বিপ্লব সরকারের আন্তর্জাতিক প্রশংসিত সিনেমা ‘আগন্তুক’ দেখানো হবে শেষ দিনের আকর্ষণ হিসেবে।

ছবিটি ২০২৩ সালে এশিয়ায় সর্বোচ্চ মর্যাদার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার মূল বিভাগে প্রদর্শিত হয়েছিল। সেটি ছিল এ সিনেমার প্রথম প্রদর্শনী। সিনেমাটি আন্তর্জাতিক সমালোচকদের ভূয়সী প্রশংসা পায়। বিশেষ করে ভ্যারাইটি ও স্ক্রিন ডেইলির রিভিউগুলোর মাধ্যমে দর্শকের নজর কাড়ে ‘আগন্তুক’।

এর আগে ২০২২ সালে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ফিল্ম বাজারে ‘ভিউয়িং রুম’ বিভাগে পোস্ট‑প্রোডাকশন ইঙ্ক্রিমেন্ডস-এ এই ছবি শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রসাদ ল্যাব ডিআই ও মুভিবাফ অ্যাপ্রিসিয়েশন পুরস্কার লাভ করে।

‘আগন্তুক’ প্রযোজনা করেছেন রম্য রহিম চৌধুরী, তাজুল হক ও বিপ্লব সরকার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, সাহানা রহমান সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হৃদয়, হাসিমুন ও নাঈমা তাসনিম

এলআইএ/জিকেএস

Read Entire Article