পুজোয় দশমীতে ঠাকুর বিসর্জনের আগে সিঁদুর খেলা হয়। নাম সিদের খেলা হলেও এখন অন্য নানা রং ও থাকে। সাধারণত নারীরা সাদা শাড়ি লাল পেড়ে, আর ছেলেরা সাদা কুর্তা, পাঞ্জাবি পরে থাকে। নতুন সাদা কাপড়ে রং লেগে যাবে ভেবে উৎসব মাটি করবেন? দেখুন কিছু নিয়ম মেনে খেললে, দাগের চিন্তা দূরে ঠেলে দিতে পারবেন।
রঙ বা সিঁদুর শুকিয়ে গেলে দাগ বসে যায়। তাই কাপড়ে লাগার পরপরই পরিষ্কার করার চেষ্টা করবেন। সিঁদুর গুঁড়া হলে আগে... বিস্তারিত