কিশোরগঞ্জের করিমগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা। জনপ্রিয় এ খেলা দেখতে ভিড় জমান হাজারও দর্শক।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার জয়কা ইউনিয়নের মধ্য নানশ্রী পতিত ফসলের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে অবিবাহিত দলকে পরাজিত করে জয়ী হয় বিবাহিত দল। পরে জয়ী দলকে একটি ষাঁড় উপহার দেয় আয়োজক কমিটি।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের আয়োজনে উপজেলার জয়কা ইউনিয়নের মধ্য নানশ্রী গ্রামে ১৬টি দলের অংশগ্রহণে এ কাবাডি প্রতিযোগিতায় আয়োজন করা হয়।
জয়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শওকত কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুর রহমান। খেলা উদ্বোধন করেন জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল আলম আলমগীর।
কাবাডি খেলা দেখতে এসেছিল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বিনা। সে বলে, ‘নানিবাড়িতে এসেছি কাবাডি খেলা দেখার জন্য। আমার তিন মামা খেলায় অংশ নিয়েছে। খেলা দেখে আমার খুব ভালো লেগেছে।’
এলাকার গৃহবধূ মারিয়া আক্তার বলেন, ‘অনেকদিন পর অনেক বড় কাবাডি খেলার আয়োজন হয়েছে আমাদের এলাকায়। তাই দেখতে এসেছি। খেলা দেখতে পেরে আনন্দিত।’
খেলা দেখতে আসা ৮০ বছরের বৃদ্ধ জালাল উদ্দিন বলেন, ‘আমরা এই কাবাডি অনেক খেলেছি। এখন শরীরে বল নেই। খেলা দেখতে এলাম। অনেক ভালো লেগেছে।’
প্রতিযোগিতা পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক শওকত কবির খোকন জানান, ছাত্র-যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে মুক্ত রাখতে এবং গ্রামীণ ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে ঐতিহ্যবাহী এ খেলার এ আয়োজন করা হয়েছে।
এসকে রাসেল/এসআর/এমএস