লিটল ম্যাগাজিন সম্পাদনায় অবদানের জন্য কাব্যশ্রী সাহিত্য পুরস্কার পেলেন ‘সাম্প্রতিক’ সম্পাদক আমিরুল বাসার। ১ আগস্ট পাবনা প্রেসক্লাব মিলনায়তনে পাবনা কাব্যশ্রী লেখক চক্র আয়োজিত ৩য় সাহিত্য সম্মেলনে এ পুরস্কার দেওয়া হয় তাকে।
পুরস্কার তুলে দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি মজিদ মাহমুদ।
সংগঠনটি ২০২২ সাল থেকে শিল্প-সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার দিয়ে আসছে। এ বছর ৬টি শাখায় ‘কাব্যশ্রী সাহিত্য পুরস্কার’ দেওয়া হয়।
- আরও পড়ুন
চাঁদপুরে সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কবি আল মাহমুদকে নিয়ে ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি
পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় শিবলী মোকতাদির, কথাসাহিত্যে দিলারা মেজবাহ, প্রবন্ধ ও গবেষণায় ড. আলী রেজা, ছোটগল্পে কথা হাসনাত, শিশুসাহিত্যে মিতুল সাইফ।
এ বছর আজীবন সাহিত্য সম্মাননা পেলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাংগঠনিক সম্মাননা পেলেন বেগম ফিরোজা খান।
আমিরুল বাসারের সম্পাদনায় ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত ‘সাম্প্রতিক’ প্রকাশিত হয়ে আসছে। বিশেষ সংখ্যার মধ্যে ‘গল্প সংখ্যা’, ‘বাদলদিনের কবিতা সংখ্যা’, ‘মে দিবস সংখ্যা’, ‘ভাষা সংখ্যা’ উল্লেখযোগ্য। ২০২৪ সালে তাকে ‘ঈক্ষণ লিটল ম্যাগাজিন সম্মাননা’ও দেওয়া হয়।
এসইউ/জেআইএম