কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক থেকে ছিটকে হেলপার নিহত

3 months ago 43
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক থেকে ছিটকে পড়ে সৈকত নামের এক যুবক নিহত হয়েছেন।  শনিবার (১০ মে) রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী রুবেল আনসারি বলেন, রোববার রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি কাভার্ডভ্যান আরেকটি ট্রাককে পেছনে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের হেলপার ট্রাক থেকে ছিটকে নিজের গাড়ির চাকায় পিষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। রোববার (১১ মে) সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি। তিনি আরও বলেন, আহত যুবককে বাঁচানোর জন্য আমি এক ব্যাগ রক্ত দিয়েছি। কিন্তু গাড়ির চাকা তার শরীরের কোমরের ওপর দিয়ে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান। শত চেষ্টা করার পরেও ওনাকে বাঁচাতে না পেরে খুব কষ্ট লাগছে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Read Entire Article