কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

2 hours ago 4

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা দিকে উপজেলার পান্তাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার হামিদুল ইসলাম (৩৭) এবং একই এলাকার রকি মিয়া (২৮)। 

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে নিয়ম ভেঙে একটি ভ্যান ঢাকা-রংপুর মহাসড়কে উঠলে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত হন আরও একজন। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন কালবেলাকে বলেন, কাভার্ডভ্যান চাপায় দুজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই কাভার্ডভ্যানটি ঘটনাস্থল ত্যাগ করায় আমরা গাড়িটি আটক করতে পারিনি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

Read Entire Article