কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

2 days ago 11

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১১টার দিকে মহাসড়কের মাওয়ামুখী সড়কের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কল্লিগাঁও গ্রামের বাসিন্দা ও আব্দুল্লাহ পরিবহনের বাসচালকের সহযোগী মো. জীবন ও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা বাসযাত্রী মো. রায়হান। আহতরা হলেন- অমিত (২৮), তাজল (২৮), প্রভাত ইসলাম (২২), মো. সাগর (৪৯), আব্দুল রহমান (১৮)। 

হাঁসাড়া হাইওয়ে থানা ওসি মো. আব্দুল কাদের জিলানী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিমতলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস। এ ঘটনায় দুজন নিহত হয়। আহত হয় আরও পাঁচজন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

Read Entire Article