কামাল আতার্তুক স্মরণে নির্মিত ফেনীর বিদ্যালয়ে তুরস্কের রাষ্ট্রদূত

3 hours ago 5

তুরস্কের জাতির পিতা কামাল আতাতুর্কের স্মরণে প্রতিষ্ঠিত ফেনীর দাগনভূঞার আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এ বিদ্যালয় পরিদর্শন। তিনি বিদ্যালয়ের বিভিন্ন কাজের খোঁজখবর নিয়ে সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ এনায়েত উল্যাহ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি এএসএম নূর নবী দুলালসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কামাল আতার্তুক স্মরণে নির্মিত ফেনীর বিদ্যালয়ে তুরস্কের রাষ্ট্রদূত

দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত উল্ল্যাহ বলেন, এ বিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকে তুরস্ক সরকার সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন পরিদর্শনে এসেছেন। তিনি বিদ্যালয়ের মাঠ ভরাট, অবকাঠামো ও নানা সংস্কার কাজ পরিদর্শন করেছেন।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, তুরস্কের রাষ্ট্রদূতের পরিদর্শনকালে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীরা রাষ্ট্রদূতের কাছে স্কলারশিপের সুযোগ প্রদানের দাবি জানিয়েছেন। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

তুরস্কের জাতির পিতা কামাল আতাতুর্কের স্মরণে ১৯৩৯ সালে ফেনীর দাগনভূঞায় প্রতিষ্ঠিত হয় আতাতুর্ক আদর্শ উচ্চ বিদ্যালয়। ওই সময়ের ফেনীর মহকুমা প্রশাসক মিজানুর রহমানের প্রস্তাবে বিদ্যালয়টি কামাল আতাতুর্কের নামে নামকরণ করা হয়েছিল। পরে পাকিস্তান সরকারের সময়ে শিক্ষা সচিব ফজলুর রহমান তুরস্কের কলকাতা হাইকমিশনে স্কুল প্রতিষ্ঠার বিষয়টি জানালে তারা স্কুলটির খোঁজখবর নেন।

কামাল আতার্তুক স্মরণে নির্মিত ফেনীর বিদ্যালয়ে তুরস্কের রাষ্ট্রদূত

১৯৮১ সালে এরশাদ সরকারের সময়ে তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী তুরুগুত এজাল ও প্রেসিডেন্ট কানন ইব্রাহিম স্কুল পরিদর্শনে এসে ৮ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছিলেন। তখন থেকে এ বিদ্যালয়ে তুরস্ক সরকার সহযোগিতা করে আসছে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম

Read Entire Article