চীন সরকারের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে ১০ দিনের সফরে দেশটিতে যাচ্ছেন তিনি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটে চীনা বিমান সংস্থার একটি ফ্লাইটে ২২ সদস্যের ওই প্রতিনিধি দল চীনের উদ্দেশ্যে রওয়ানা দেবে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সফরকালে প্রতিনিধি দলটি চীনের রাজধানী বেইজিংসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় যাবে এবং দেশটির শীর্ষ কর্তা-ব্যক্তিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
সফর শেষে আগামী ৬ মার্চ প্রতিনিধি দল ঢাকায় ফিরে আসবে।
এএএম/এএমএ/এএসএম