শিক্ষাভবনের সামনে অবস্থান: শিক্ষার্থী-পুলিশ ধাক্কাধাক্কি

3 hours ago 5

দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। না হলে আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যায় আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে মশাল মিছিল করার ঘোষণা দিয়ে সড়কের অবস্থান ছেড়েছেন তারা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে শিক্ষাভবন মোড়ে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের পক্ষে এ আলটিমেটাম দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদ্রিতা রয়। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ-এর ব্যানারে আন্দোলনকারীরা এ আলটিমেটাম দেন।

এর আগে এদিন দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ পদযাত্রা শুরু হয়। পরে ৩টা ৫ মিনিট নাগাদ রাজধানীর শিক্ষাভবন মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা শিক্ষাভবন মোড়ে যাওয়ার আগেই পুলিশ ব্যড়িকেড দিলে আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে ফেলেন। পরে পুলিশ নিজেই আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান নিয়ে তাদের আটকে দেয়। এসময় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধাক্কাধাক্কিরও ঘটনা ঘটে।

কেআর/এমএইচআর/জিকেএস

Read Entire Article