কায়রোতে মেক্সিকোর জাতীয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশি দম্পতি

1 hour ago 4

মিশরের রাজধানী কায়রোতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মেক্সিকোর জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি বেসরকারি উচ্চপদস্থ ব্যক্তি, মেক্সিকান কমিউনিটির নেতাসহ অন্তত ১২শ আমন্ত্রিত অতিথি এ অনুষ্ঠানে অংশ নেন।

দূতাবাসের সরকারি বাসভবনের বিশাল বাগানে আয়োজিত অনুষ্ঠান শুরু হয় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। মিশরে মেক্সিকোর রাষ্ট্রদূত স্বাগত ভাষণে মিশর–মেক্সিকোর ঐতিহাসিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মেক্সিকোর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা দেন।

কায়রোতে মেক্সিকোর জাতীয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশি দম্পতি

অনুষ্ঠানে অতিথিদের জন্য পরিবেশিত হয়েছিল মেক্সিকান ঐতিহ্যবাহী সংগীত, মারিয়াচি, নৃত্য, আতশবাজি, জনপ্রিয় খাবার ও ঐতিহ্যবাহী পানীয় মার্গারিটা ককটেল। রঙিন সাজসজ্জা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। অনুষ্ঠানের একপর্যায়ে দেখা যায়, রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কেক কাটায় অংশ নেন এক বাংলাদেশি দম্পতি।

জানা যায়, মিশরে জাগো নিউজের প্রতিনিধি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনী আকন্দ পাড়া গ্রামে জন্ম নেওয়া আফছার হোসাইন নামের‌ এই প্রবাসী দম্পতি দীর্ঘ ৩০ বছর যাবত মিশরে বসবাস করে আসছেন। ১৯৯৫ সালে কায়রোস্থ মেক্সিকান দূতাবাসে চাকরি নিয়ে তিনি মিশর যান।

কায়রোতে মেক্সিকোর জাতীয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশি দম্পতি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গোজাদিয়া ইউনিয়ন, টামনী আকন্দ পাড়া গ্রামের আফছার হোসাইন দীর্ঘ ৩১ বছর যাবত মেক্সিকান দূতাবাসে কর্মরত। ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর দেশটির জাতীয় দিবসে মেক্সিকান সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পুরস্কার অঠলী (OHTLI) সম্মানে ভূষিত হন তিনি।

এছাড়াও একাধিকবার মিশরের জনপ্রিয় দৈনিক আল-আহরাম পুরস্কার ও দূতাবাসের রজতজয়ন্তী পুরস্কারেও পুরুস্কৃত হয়েছেন তিনি।

এমআরএম/এমএস

Read Entire Article