কারখানা খুলে দেওয়ার শর্তে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা

2 weeks ago 13

কারখানা খুলে দেওয়ার শর্তে সাড়ে তিন ঘণ্টা পর মহাসড়ক ছেড়েছেন গাজীপুরের কোনাবাড়িতে আন্দোলনরত শ্রমিকরা।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এতে করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কোনাবাড়ী এলাকায় এম এম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এরপর মঙ্গলবার কারখানা খুলে দেওয়ার শর্তে তারা অবরোধ তুলে নেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি-কাশিমপুর জোনের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও শ্রমিকরা জানান, ১৮ ডিসেম্বর কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে রোববার (২২ ডিসেম্বর) সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। ওইদিন বিকেলে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসবে শর্তে শ্রমিকরা বিক্ষোভ প্রত্যাহার করে নেন। ওই সময় কর্তৃপক্ষ শ্রমিকদের শর্ত সাপেক্ষে কাজে যোগদানের কথা জানায়। কিন্তু শ্রমিকরা তা মেনে নেয়নি।

পরে সোমবার সকালে কারখানা দুটির শ্রমিকরা পুনরায় কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা বিনা শর্তে কারখানা খুলে দেওয়া ও শ্রমিকদের নামে মামলা প্রত্যাহারের দাবি জানান।

এর আগে ৩ নভেম্বর শিল্প পুলিশের এক সদস্যকে আঘাত করেন শ্রমিকরা। পরে শিল্প পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে মামলা করে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে ১৭ ডিসেম্বর শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। পরে কর্তৃপক্ষ বাধ্য হয়ে নিরাপত্তার স্বার্থে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে মালিকপক্ষ নিঃশর্ত ভাবে দাবি মেনে নিলে দুপুরে মহাসড়ক ছেড়ে দেন তারা। আগামীকাল থেকে তারা কাজে যোগ দেবেন।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/এএসএম

Read Entire Article