কারখানা বন্ধের নোটিশ পেয়েই মহাসড়ক অবরোধ

2 hours ago 5

গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। 

রোববার (২৪ নভেম্বর) সকাল আটটা থেকে সাড়ে ৯টা পর্যন্ত অমিতি সোয়েটার্স লিমিটেড কারখানার শ্রমিকরা এ অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আন্দোলনরত কারখানার শ্রমিকরা জানান, শনিবার সন্ধ্যায় তারা কারখানায় কাজ করে বাড়ি ফিরে যান। রোববার সকাল আটটার দিকে কারখানায় কাজে যোগ দিতে গিয়ে প্রধান ফটকে ‘লে অফ’ ঘোষণা করার চিঠি দেখতে পান। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। 

এদিকে, সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা পড়েন চরম বিপাকে। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে কারখানার সামনে নিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আধঘণ্টা পর মহাসড়কে যান চলাচল শুরু হয়।

গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, সকালে শ্রমিকরা কারখানার প্রধান ফটকে লে অফ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Read Entire Article