গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে গ্রিনল্যান্ড পোশাক কারখানায় চুরির অপবাদে হৃদয় (১৯) নামের এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির এক নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ জুন) রাতে কোনাবাড়ীর সেলিমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ওই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হলো।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৩০)। তিনি রাজশাহীর বাগমারা এলাকার হাটমাদনগর গ্রামের বাসিন্দা ও গ্রিনল্যান্ড লিমিটেড নামের কারখানাটির নিরাপত্তাকর্মী।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার শফিকুল ইসলামের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় হৃদয়ের বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে কোনাবাড়ী থানায় শনিবার (২৮ জুন) রাতে একটি হত্যা মামলা করেন। তবে এতে জড়িত কারও নাম উল্লেখ করা হয়নি। ওই মামলায় রোববার হাসান মাহমুদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই কারখানার শ্রমিক।
মো. আমিনুল ইসলাম/এসআর/এএসএম