কারফিউ জারির পরও শান্ত হয়নি মণিপুর

2 months ago 37
জাতিগত সহিংসতার জেরে ফের অগ্নিগর্ভ ভারতের মণিপুর। রবিবারও সে রাজ্যের জিরিবাম জেলার জিরি নদী থেকে দুটি দেহ উদ্ধারের খবর মিলেছে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ষাটোর্ধ্ব এক নারী এবং বছর দুয়েকের এক শিশুর মস্তকবিহীন মরদেহ নদীতে ভেসে আসে। রবিবার পর্যন্ত জিরিবাম জেলায় মোট ছয়টি মরদেহ উদ্ধার করা হল। মেইতেইরা মনে করছেন, ওই ছয়টি মরদেহ জিরিবাম থেকে অপহরণের শিকার হন তিন নারী এবং তিন শিশু। যদিও আরেকটি অংশের দাবি, নদীতে আরও কিছু মরদেহ ভেসে আসতে দেখা গেছে। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। গত সোমবার জিরিবামে আসাম সীমান্ত লাগোয়া অঞ্চল থেকে অপহরণ করা হয়েছিল ওই ছয়জনকে। এ ক্ষেত্রে
Read Entire Article