কারা ফাঁস করছেন ব্যক্তিগত ভিডিও, জানাবেন শুভ

3 months ago 65

শহর জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে এক অদৃশ্য চক্রের ভয়ে। তারা ফাঁস করে দিচ্ছে ব্যক্তিগত ভিডিও। এই ভয়ের গল্প নিয়েই আসছে আরিফিন শুভ অভিনীত নতুন সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র’। এটি এই ঈদে মুক্তি পাবে দেশের বিভিন্ন সিনেমা হলে।

২২ মে রাতে প্রকাশ হয়েছে ছবিটির ট্রেলার। দুই মিনিট ১৯ সেকেন্ডের ট্রেলারে দেখা যায়, ব্লু ফিল্ম র‍্যাকেটের অন্ধকার রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘নীলচক্র’ নামের এক গোপন চক্র। তাদের মুখোশ উন্মোচনের চেষ্টা চলছে। ভিডিও ফাঁস হওয়া শুধু ব্যক্তিগত লজ্জার নয় বরং সমাজের নড়বড়ে হওয়া ভীতির এক ছবি ফুটে ওঠে সিনেমায়।

পরিচালক মিঠু খান বলেন, ‘আমরা এই গল্পে রহস্য আর অন্ধকারকে সঙ্গী করেছি। ব্লু ফিল্ম র‍্যাকেটের মতো সমাজের আড়ালে ঘটে চলা অপরাধের গল্প বাংলা সিনেমায় আগে এত সাহসী ও সময়োপযোগীভাবে হয়নি।’

সিনেমার প্রধান চরিত্রে আছেন আরিফিন শুভ। তার সঙ্গে রয়েছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী ও মাসুম রেজওয়ান প্রমুখ। চিত্রনাট্য করেছেন মিঠু খান ও নাজিম উদ দৌলা।

‘নীলচক্র’ ফিল্ম ফায়োস প্রোডাকশন নির্মিত এবং ফিল্ম লাইফ প্রোডাকশন পরিবেশিত। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্বপ্রিমিয়ার হয়ে এবার ঈদে দেশে মুক্তি পাচ্ছে এই সিনেমা।

আরিফিন শুভ নিজের ফেসবুকে ট্রেইলার শেয়ার করে উল্লেখ করেছেন, ‘একটা ভিডিও বদলে দিচ্ছে জীবনের গতিপথ।’

এলআইএ/জেআইএম

Read Entire Article