কারা বিজয়ী হবেন, জানালেন এসএম ফরহাদ

6 hours ago 5
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এখনো চলছে ভোট গণনা। এমন সময় নারী ভোটারদের অবদান নিয়ে কথা বলেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। পোস্টে এস এম ফরহাদ লেখেন, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা প্রতিটি সংকটে আমাদের পথ দেখিয়েছেন; এবারও তার ব্যতিক্রম হবেন না, ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের প্রাণের ডাকসুকে যারা রাজনৈতিক দলের হাতিয়ারে পরিণত করার জন্য মব তৈরি করছেন, শিক্ষকদের হুমকি দিচ্ছেন, কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভয় দেখাচ্ছেন—আপনাদের অপচেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার জন্য ছাত্রী বোনেরা এত রাতেও কেন্দ্র পাহারা দিচ্ছেন। ফরহাদ আরও বলেন, স্বপ্নের এই ক্যাম্পাসকে গড়তে বোনেরা এভাবেই নেমে আসবেন। দিন শেষে বিজয় শিক্ষার্থীদেরই হবে, ইনশাআল্লাহ।
Read Entire Article