কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী ভবনের দ্বিতীয়তলায় ১৯ নম্বরে সাইদুর রহমান সুজন (৪৫) নামে এক বন্দি আসামি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। সেখান থেকে তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
জানা গেছে, সুজন সাভার থানার একটি হত্যা মামলার আসামি ছিলেন।
রোববার (১৫ জুন) কারা অধিদপ্তরের মিডিয়া বিভাগের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেন।
জান্নাত উল ফরহাদ বলেন, সুজন হত্যা মামলার আসামি ছিলেন। গত ২৯ জানুয়ারি তাকে সাভারের একটি হত্যা মামলায় গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়। গত ২৫ এপ্রিল থেকে তাকে ডিটেনশনে রাখা হয়েছিল। সুজনের সঙ্গে আরও একজনকে রাখা হতো। সুজন আজ বেলা ১১টার দিকে তার রুমে আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে কারা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সুজনকে খাবার না দেওয়ায় তিনি আত্মহত্যা করেছেন এমন একটি খবর ছড়িয়েছে যা সত্য নয়। কারণ এখানে সেই সুযোগ নেই।
কেআর/এমএএইচ/জেআইএম