কারাগারে ঈদ উদযাপনে গরু ও খাসি কোরবানি

2 months ago 63

সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে চলছে পশু কোরবানি। সারাদেশের কারাগারগুলোতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আদায় করা হয় ঈদের নামাজ।

কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য ৮টি গরু ও ১০টি খাসি কোরবানি দেওয়া হচ্ছে। কারা কর্তৃপক্ষের উদ্যোগে ঈদ উপলক্ষে কারাগারের এই ব্যতিক্রমী আয়োজনে ফুটে ওঠে মানবিকতা, সহমর্মিতা এবং সংশোধনের এক অনন্য দৃষ্টান্ত।

প্রতিবারের ন্যায় এইবারও ঈদুল আজহা উপলক্ষে কারাগারগুলোতে চলছে বিশেষ আয়োজন।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের সব কারাগারেই বন্দিরা ঈদের বিশেষ খাবার পাবেন। কেন্দ্রীয় কারাগারের ঈদ আনন্দের জন্য ৮ টি গরু ও ১০টি খাসি জবাই করা হচ্ছে আজ।

শনিবার (৭ জুন) সকালে এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, গতকাল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে দুস্থ বন্দিদের জন্য ৬০০টি লুঙ্গি এবং ৮৫০টি টিশার্ট বিতরণ করা হয়েছে। ঠিকাদারের মাধ্যমে ৮ টি গরু ও ১০ টি খাসি জবাই করা হচ্ছে। এছাড়া বন্দিদের জন্য কারাগারে বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এ এম মাসুদ বলেন, কেরানীগঞ্জের বন্দিদের জন্য ঈদের দিন শুরুতেই সকালের নাস্তায় পায়েস ও মুড়ি, দুপুরে মুরগির রোস্ট, গরু ও খাসি এবং কোমল পানীয়, সালাদ, পান সুপারি ও মিষ্টান্ন। রাতে ভাত মাছ আলুর দম।

এছাড়া ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুটি স্টাফদের জন্য ও একটি কারা বন্দিদের নিয়ে।

এর আগে বৃহস্পতিবার (৫ জুন) ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির জানান, ঈদের দিন আরপি গেটে বন্দির আত্মীয় স্বজনদের মাঝে উপহার ও সুভিনিয়র বিতরণ করা হবে। বন্দিদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন ও বন্দিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঈদের পরদিন বন্দিদের জন্য বাইরের রান্না করা খাবার গ্রহণ ও বিতরণ করা হবে। এছাড়া ঈদের ৩য় দিন কর্মকর্তা-কর্মচারী ও সাধারণের অংশগ্রহণে প্রিজন ম্যারাথন-২০২৫ আয়োজন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে।

কেআর/এসএনআর/এমএস

Read Entire Article