বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল। তিনি গতকাল (১৯ জুন) কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাত্রী ইসরাত জাহান প্রিয়ার উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর।
কারাগার সূত্র আরও জানায়, তাদের বিয়ের সময় উপস্থিত ছিলেন উভয় পক্ষে সাক্ষী নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান, মো. সাদেক উল্লাহ ভূইয়া। এর আগে গতকাল বুধবার ওই শিক্ষার্থীর সঙ্গে নোবেলের কাবিনমূলে বিয়ের ব্যবস্থা করার জন্য কারা কর্তৃপক্ষকে আদালত নির্দেশ দেন।
এমএমএফ/জিকেএস