নোয়াখালী জেলা কারাগারের ১৮ ফুট উচ্চতার দেওয়াল টপকে মো. তানিম (২০) নামের এক হাজতি আসামি পালানোর চেষ্টা করেছেন। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী জেলা কারাগারে এ ঘটনা ঘটে।
আসামি তানিম সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের মনপুর এলাকার মজিব শেখের ছেলে। মঙ্গলবার (৬ মে) ৫৪ ধারায় তাকে জেলা কারাগারে পাঠান আদালত।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জেলা কারাগারের উঁচু দেওয়ালে এক যুবককে হাঁটতে দেখে লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করেন। পরে জেলখানার গার্ডরা এসে তাকে আসামি হিসেবে শনাক্ত এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় আটক করেন। পরে ফের তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
কারাগারের একটি সূত্র জানায়, জেল সুপারের বাসার কর্নার দিয়ে তানিম কারাগারের ১৮ ফুট দেওয়াল টপকে উপরে উঠে যান। তবে তাৎক্ষণিকভাবে কারাগার কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে যায়। পরে কারা পুলিশ দুই দিক থেকে অবস্থান নিয়ে তাকে আটক করে পুনরায় কারাগারে নিয়ে আসে।
নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আবদুল বারেক বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, হাজতি তানিম একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তবে তিনি কীভাবে এত উঁচু দেওয়ালে উঠলেন তা কারও বোধগম্য হচ্ছে না। এ বিষয়ে কারাবিধি অনুযায়ী রিপোর্ট দেওয়া হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম