কারাবন্দি হলমার্ক গ্রুপের এমডি তানভীর মারা গেছেন 

ঋণ জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত ও কারাবন্দি হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, দুপুর দেড়টার দিকে তানভীর মাহমুদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেকে পাঠানো হয়। বিকেল ৪টার দিকে তাকে হাসপাতালের ছয়তলার ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি ও শ্বাসকষ্টজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তানভীর মাহমুদ যে মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি ছিলেন, সেটি প্রায় এক যুগ বছর আগের। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় চলতি বছরের ১৯ জুন আদালত রায় ঘোষণা করেন। ঢাকার প্রথম বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম ওই রায়ে তানভীর মাহমুদ, তার স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন

কারাবন্দি হলমার্ক গ্রুপের এমডি তানভীর মারা গেছেন 
ঋণ জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত ও কারাবন্দি হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, দুপুর দেড়টার দিকে তানভীর মাহমুদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেকে পাঠানো হয়। বিকেল ৪টার দিকে তাকে হাসপাতালের ছয়তলার ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি ও শ্বাসকষ্টজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তানভীর মাহমুদ যে মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি ছিলেন, সেটি প্রায় এক যুগ বছর আগের। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় চলতি বছরের ১৯ জুন আদালত রায় ঘোষণা করেন। ঢাকার প্রথম বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম ওই রায়ে তানভীর মাহমুদ, তার স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামসহ মোট ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এর আগে ২০১২ সালে সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় হলমার্ক গ্রুপের মালিকপক্ষ ও ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ১১টি মামলা হয়েছিল। যদিও এসব মামলায় তানভীর বা জেসমিন ইসলাম আসামি ছিলেন না। তাদের সাজা হয়েছিল ২০১২ সালের ৪ অক্টোবর দুদকের করা রমনা থানার মামলায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow