কালবেলা পাঠকদের কাছে আস্থা অর্জন করতে পেরেছে : টুকু
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বহুল প্রচারিত দৈনিক কালবেলা অল্প কয়েক দিনের মধ্যেই পাঠকদের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে দৈনিক কালবেলারর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যিনি বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ইন্টারভিউতে বলেছেন- ২০০১ সালে যে পরিমাণ বিএনপির ব্যাপারে সমালোচনা করা হয়েছে বিএনপি একদিনের জন্যও কিছু বলেনি। কোন সংবাদ পরিবেশন করা যাবে এবং কোন সংবাদ পরিবেশন করা যাবে না সেটি নিয়ে কখনো হস্তক্ষেপ করেনি।
তিনি আরও বলেন, বিএনপি সব সময় সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে কাজ করেছে। বিএনপি একমাত্র দল বাংলাদেশে যারা গণতন্ত্রকে লালন করে। উদার মানসিকতা নিয়ে রাজনীতি করে এবং সংবাদপত্রের স্বাধীনতা বিএনপির হাত ধরেই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি কখনোই কোনো সংবাদপত্রের কোনো সংবাদ সেন্সর করতে হবে এ ধরনের পদক্ষেপ কখনোই নেয়নি। ভবিষ্যতেও নেবে না। এছাড়াও কোনো সংবাদপত্র কখনোই নিয়ন্ত্রণ করতে চায় না।
বিএনপির এই প্রচার সম্পাদক বলেন, বিগত দিনেও দেখা গেছে এ ধরনের সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করেছে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার। সংবাদ যত মানুষের কাছে পৌঁছায় তার জন্য সবসময়ই সহযোগিতা করেছে ভবিষ্যতেও করবে বিএনপি ।
তিনি আরও বলেন, এক সময় শেখ মুজিবুর রহমান বহু সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। শুধু চারটি সংবাদপত্র রেখেছিল। বাকশাল কায়েম করেছিলেন।
টাঙ্গাইলে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বল। এছাড়াও বক্তব্য দেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মোহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, টাঙ্গাইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, বাংলাদেশ এফপিএবির সভাপতি হারুনার রশিদ প্রমুখ।