কালবেলা মানুষের আস্থা অর্জন করেছে : পুলিশ সুপার

2 hours ago 6

নেত্রকোনায় জাঁকজমকপূর্ণ দৈনিক কালবেলার তৃতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রেসক্লাব হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয়। অতিথিদের বক্তব্যের পর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা প্রতিনিধি রানা আকন্দ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন কালবেলার প্রতিনিধি সারোয়ার আলম এলিন, দিলোয়ার হোসেন, ইবাদ হোসেন, হৃদয়, আফজাল হোসেন, আজহারুল ইসলাম, হাবিবুর রহমান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শ্যামলেন্দু পাল, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার কামাল হোসাইন, প্রথম আলোর পল্লব চক্রবর্তী, এনটিভির ভজন দাশ, একুশে টিভির মনোরঞ্জন সরকার, দ্যা ডেইলি স্টারের জায়েদুল ইসলাম, ডিবিসি নিউজের লিমন, স্টার নিউজের পারভেজ ইমরান, দিনকালের সোহেল প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, ‘কালবেলা খুব কম সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। অনলাইন প্ল্যাটফর্মে মানুষের আস্থা অর্জন করেছে।’ সাধারণ মানুষের কল্যাণে কাজ করার অনুরোধ জানান তিনি।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘কালবেলার নবযাত্রার তিন বছর খুব বেশি সময় নয়। কিন্তু সকলের ভালোবাসার মাধ্যম হয়ে উঠেছে। এত অল্প সময়ে জনপ্রিয়তায় শীর্ষে উঠে আসা এত সহজ নয়। কালবেলা সেটা করতে সক্ষম হয়েছে।’ কালবেলার জন্য শুভকামনা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আশা ব্যক্ত করেন তিনি।

Read Entire Article