কালবেলার দুঃখ প্রকাশ

1 month ago 14
দৈনিক কালবেলায় ২৯ নভেম্বর ‘সাহিত্যচর্চায় নবীজির প্রভাব ও অবদান’শীর্ষক একটি নিবন্ধ প্রকাশ করা হয়। উক্ত নিবন্ধে ফিচার ছবি হিসেবে একজন কাল্পনিক ইসলামিক গবেষকের ছবি প্রকাশ হয়। ছবিটির মাধ্যমে ইসলামি সাহিত্যচর্চা ও গবেষণা বোঝানো হয়। ছবিটি নবীজির ছবি হিসেবে উপস্থাপন করা হয়নি। তবে শিরোনামের সঙ্গে ছবির সামঞ্জস্যতায় অনেক পাঠক দর্শক ভুল বুঝেছেন। বিষয়টি কালবেলা কর্তৃপক্ষের দৃষ্টিতে আসার সঙ্গে সঙ্গে ছবিটি প্রত্যাহার করা হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য কালবেলা কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। একইসঙ্গে ভবিষ্যতে এমন বিষয়ে সতর্ক থাকার জন্য কালবেলা টিমকে নির্দেশনা দেওয়া হয়েছে। অনিচ্ছাকৃত ভুল ধরিয়ে দেওয়ার জন্য কালবেলা সকল পাঠক ও দর্শকের কাছে কৃতজ্ঞা প্রকাশ করছে।   
Read Entire Article