কালবেলার দুপচাঁচিয়া প্রতিনিধির বাবার ইন্তেকাল

1 month ago 11

দৈনিক কালবেলা পত্রিকার দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্সের বাবা আলহাজ আফতাব উদ্দিন মণ্ডল (৯০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এলজিইডির সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন।

বুধবার (৬ আগস্ট) দুপুরে দুপচাঁচিয়া পৌর এলাকার মণ্ডলপাড়া মহল্লার নিজ বাসভবনে তার মৃত্যু হয়। 

তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

আফতাব উদ্দিন মণ্ডল দুপচাঁচিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি, ডিএস কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও মণ্ডলপাড়া জামে মসজিদের মুতায়াল্লি ছিলেন। 

বুধবার বাদ এশা জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়। আফতাব উদ্দিন মণ্ডলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, সহসভাপতি এমডি শিমুল, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, সহ-সাধারণ সম্পাদক আবু রায়হান প্রামাণিকসহ সদস্যরা। 

Read Entire Article