‘কালা রে’ দিয়ে ঐশী চমক

3 hours ago 2

দীর্ঘ দুই বছরের বিরতি ভেঙে অবশেষে নতুন গান নিয়ে ফিরলেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। অনেক দিন ধরেই ভক্তদের নতুন গানের প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন তিনি। অবশেষে গতকাল নিজের ইউটিউব চ্যানেলে ‘কালা রে’ শিরোনামের একটি গান প্রকাশের মাধ্যমে সেই কথা রাখলেন।

‘কালা রে’ গানটির কথা ও সুর করেছেন অমল পাল বাউল। গানটির মিক্স-মাস্টারিং করেছেন ইফতি খায়রুল আলম শুভ। গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন ঐশীর স্বামী আরেফিন জিলানী।

নতুন এই প্রজেক্ট সম্পর্কে ঐশী বলেন, “এটা ‘লাইভ গান সিজন ১’-এর প্রথম গান। আমরা লাইভ গেয়েছি, বাজিয়েছি ও ভিডিও ধারণ করেছি। এই সিজনে আরও তিনটি গান আসবে।”

ইউটিউবে গানটি প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভাসছেন ঐশী। কমেন্ট বক্সে কেউ লিখেছেন, “আরে জোশ জোশ পুরাই”, আবার কেউ মন্তব্য করেছেন, “বি দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আপু”। দীর্ঘ বিরতির পর প্রিয় শিল্পীকে নতুন গানে পেয়ে উচ্ছ্বসিত তার অনুরাগীরা।

Read Entire Article