তরুণীকে সাহায্য করতে গিয়ে বিপাকে তরুণ

4 hours ago 5

চলন্ত সিঁড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন এক তরুণী। চোখে মুখে ভয় নিয়ে পা কাঁপছিল তার। কিন্তু সিঁড়িতে উঠতে হবে বলে দ্বিধা নিয়েই দাঁড়িয়ে ছিলেন। ঠিক এমন বিপদের মুহূর্তেই তার পাশে দাঁড়ানো এক তরুণ সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এলেন।

তরুণ প্রথমে ভেবেছিলেন, তরুণীর হাত ধরে তাকে সিঁড়িতে তোলার কাজটা হয়তো সহজ করবেন। কিন্তু ঘটনাাটি ঘটে গেল তার উল্টো, তরুণের হাত বাড়ানো মাত্রই তরুণী এতটাই ভয় পেয়ে গেলেন যে আচমকা লাফিয়ে উঠে পড়লেন তার কোলে।

আর এতে মুহূর্তেই ভারসাম্য হারিয়ে দু’জনেই পড়ে গেলেন চলন্ত সিঁড়িতে। চারপাশে চমকে উঠল লোকজন। কিছুক্ষণের মধ্যেই তরুণ অবশ্য নিজেকে সামলে নিলেন, তরুণীকে কোলে তুলে আবার দাঁড় করালেন সিঁড়ির এক ধাপে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ভারতের এমনই এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি কোথায় আর কখন ঘটেছে—তা স্পষ্ট নয়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারও এটি শেয়ার করেছে। ধারণা করা হচ্ছে, ভাইরাল হওয়ার নেশায় ভিডিওটি সাজানো নাটক। 

এদিকে ভিডিওটি দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ বলছেন-দুজনেই বেঁচে গেলেন বড় রকমের বিপদ থেকে। আবার অনেকে মনে করছেন, এ সবই সামাজিক যোগাযোগমাধ্যমে রিল বানানোরর জন্য পরিকল্পিত নাটক। ঘটনা যাই হোক সেটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক মিলিয়ন মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

 

Read Entire Article