‘কালের কণ্ঠে আমার প্রচারিত বক্তব্যের জন্য অত্যন্ত দুঃখিত’

2 hours ago 5
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ‘কালের কণ্ঠ’ পত্রিকার ভূমিকা নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বক্তব্য তুলে ধরেন।   পোস্টে ফাতেমা লেখেন, ‘কালের কণ্ঠের অভ্যুত্থানকালীন ভূমিকা নিয়ে আমি অবগত ছিলাম না। কয়েকদিন আগে বিকেলে আমি টিএসসিতে ছিলাম। তখন কালের কণ্ঠের সাংবাদিক আমার কাছে এসে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে অনুরোধ করে। আমি তখন ‘প্রথম আলো’ বিষয়ে তাদের সেনসেশনাল অপসাংবাদিকতা নিয়ে আপত্তি জানাই। তারপরও যেহেতু বারবার অনুরোধ করছিল আর ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে ছিল তাই তাদের অনুরোধে রাজি হই এবং ভিডিও বার্তায় সুষ্ঠু সাংবাদিকতা করার পরামর্শ দিই। তখন তারা আমাকে মোবাইলে ইউটিউব স্ক্রল করে বলে অভ্যুত্থানের সময় ও পরে তারা পজিটিভ রিপোর্ট করেছে।’  ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘পরবর্তীতে আমি প্রতিষ্ঠাবার্ষিকীর অভিনন্দন জানিয়ে ও সাংবাদিকতায় প্রফেশনালিজম রক্ষার কথায় জোর দিয়ে কথা শেষ করি। আমাকে পরবর্তীতে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কার্ড দিয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করে। তখন আমি মানা করে দিই।’  ফাতেমা আরও বলেন, ‘আজকে দেখলাম আমার বক্তব্যের ছোট একটা অংশ থেকে তারা ক্লিকবেইট তৈরি করেছে। অথচ আমার মূল বার্তাই ছিল যাতে তারা সাংবাদিকতায় প্রফেশনালিজম রক্ষা করে। আজকে অভ্যুত্থানকালীন কালের কণ্ঠের ভূমিকা জেনে অত্যন্ত মর্মাহত হয়েছি। অভ্যুত্থান পরবর্তী সময়ে ঠিকই সেনসেশনাল নিউজ করে তাদের এতদিনকার ভূমিকাকে আড়াল করতে চাইছে। কালের কণ্ঠে আমার প্রচারিত বক্তব্যের জন্য অত্যন্ত দুঃখিত।’
Read Entire Article