‘কাশবনে কুড়িয়ে পাওয়া কবিতা’ কাব্যগ্রন্থ নিয়ে পাঠচক্র
পাঠচক্রে বই আলোচনায় সাংস্কৃতিক সম্পাদক আনিফ রুবেদ বলেন, এই কাব্যগ্রন্থে কবির জন্মস্থানের প্রতি নিবিড় ভালোবাসা লক্ষ করা যায়। তবে তাঁর বোধের যাত্রা শুধু জন্মস্থানেই ঘুরপাক খায় না। তিনি অবলীলায় চেনা জায়গা থেকে শুরু করে অচেনাকে টেনে আনেন চেনার ঘরে; অচেনা থেকে শুরু করে ধীরে ধীরে চলে আসেন একেবারে সবার চেনা বোধের ভেতর।
পাঠচক্রে বই আলোচনায় সাংস্কৃতিক সম্পাদক আনিফ রুবেদ বলেন, এই কাব্যগ্রন্থে কবির জন্মস্থানের প্রতি নিবিড় ভালোবাসা লক্ষ করা যায়। তবে তাঁর বোধের যাত্রা শুধু জন্মস্থানেই ঘুরপাক খায় না। তিনি অবলীলায় চেনা জায়গা থেকে শুরু করে অচেনাকে টেনে আনেন চেনার ঘরে; অচেনা থেকে শুরু করে ধীরে ধীরে চলে আসেন একেবারে সবার চেনা বোধের ভেতর।