কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআর বিদ্রোহ মামলার ৯ জন

1 day ago 6

বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যাকাণ্ড ও বিস্ফোরক আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৯ জন মুক্তি পেয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে তাদের কাশিমপুর কারাগার পার্ক-২ থেকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন জানান, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় কারাবন্দি ৯ জনের জামিনের কাগজপত্র মঙ্গলবার রাতে কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাইবাছাই করা হয়। একপর্যায়ে যাচাইবাছাই শেষে ৯ জনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

তিনি আরও জানান, ওই মামলায় আরও চারজনের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে। কাগজপত্র যাচাইবাছাই করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে বিকেলের মধ্যেই তাদের চারজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।

Read Entire Article