কাস্টমসের জনবল সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে

3 months ago 51

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, কাস্টমসের জনবল ও অবকাঠামো সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেছেন, কাস্টমসের সঙ্গে ভ্যাট-করের সম্পর্ক রয়েছে। পণ্য উৎপাদন যথাযথ হলে আয়কর ও ভ্যাট আদায় বাড়বে।

শুক্রবার (৭ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসেকা আয়েশা খানম, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসেকা আয়েশা খানম বলেন, এবার সুনীল অর্থনীতির বিষয়ে গবেষণার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

ইএআর/এমএইচআর/এএসএম

Read Entire Article