কি হয়েছিল পরীমনির সঙ্গে, কেন বেরিয়ে গেলেন?

2 months ago 36

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। বেশকিছু সিনেমায় অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন তিনি। কাজ করে যাচ্ছেন ওটিটিতেও। সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব এই তারকা। আছে তার লাখ লাখ ভক্ত অনুরাগীও। তাই প্রায়ই ডাক পান নানা রকম পণ্যের প্রচারে অংশ নিতে।

তেমনি গিয়েছিলেন যমুনা ফিউচার পার্কে একটি শো রুম উদ্ধোধন করতে। কিন্তু শেষ পর্যন্ত কাজ শেষ না করেই বেরিয়ে যান তিনি।

জানা গেছে, ঘটনাটি ১৬ নভেম্বর শনিবারের। যমুনা ফিউচার পার্কের একটি শোরুম উদ্বোধন করতে যান পরীমনি ও ডি এ তায়েব। নির্ধারিত সময়ের অনেক পরে সেখানে পৌঁছান পরীমনি। এ সময় তাকে দেখার জন্য ভিড় জমান অনেকে। ভিড়ের কারণে শোরুম উদ্বোধনের সময় কাউকে ভেতরে প্রবেশ করতে দেননি দোকানমালিকেরা। এটিকে কেন্দ্র করে তৈরি হয় বিশৃঙ্খলা।

আরও পড়ুন

শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যায়, পরীমনি কথা বলার সময় হট্টগোল করছেন অনেকে। যমুনা ফিউচার পার্কের কর্মকর্তা এগিয়ে এলেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন। অনেকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরীমনিও চেষ্টা করেন পরিস্থিতি নিয়ন্ত্রণের। কিন্তু ফল হয়েছে উল্টো, ভুয়া ভুয়া স্লোগান শুনতে হয় তাকেও।

এ সময় পরীমনিকে বলতে শোনা যায়, ‘আপনারা যে এই স্লোগানটি দিচ্ছেন, এটা কিন্তু আমার ওপরও পড়ছে।’

তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সেখান থেকে দ্রুত চলে যান পরীমনি।

এ ঘটনা নিয়ে পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য আয়োজকদের দিকে আঙুল তুলে পরীমনি লেখেন, ‘যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই, বন্ধু, কলিগরা অসম্মানিত হয়; সেখানে আমি কী করে সম্মানিত বোধ করব! সুষ্ঠু, সুন্দরভাবে কোনো আয়োজন না করতে পারলে সেই ব্যর্থতা কারোর কোনো ক্ষমতা দিয়ে ঢাকতেই পারবেন না। অবশ্যই নিজ সম্মান বজায় রাখতে সংবেদনশীল হবেন আশা করি।’

এলএ/এমএস

Read Entire Article