কিংস অ্যারেনা নিয়ে ক্ষুব্ধ মোহামেডান, ফিফায় নালিশের হুমকি

2 months ago 29

২২ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় হওয়া চ্যালেঞ্জ কাপের অনাকাঙ্খিত ঘটনা নিয়ে ক্ষুব্ধ মোহামেডান স্পোর্টিং ক্লাব। ওই ম্যাচে বসুন্ধরা কিংস ৩-১ গোলে মোহামেডানকে হারিয়ে মৌসুমের ও দেশের প্রথম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। তবে ঐতিহাসিক এই ম্যাচের দ্বিতীয়ার্ধে ঘটেছে অনাকাঙ্খিত ঘটনা। যে ঘটনার পরই পিছিয়ে থাকা কিংস ম্যাচ জিতে নিয়েছে ৩-১ গোলে।

৬২ মিনিটে বসুন্ধরা কিংস অ্যারেনার গ্যালারি থেকে মাঠে নিক্ষেপ করা হয়েছিল স্মোক ফ্লেয়ার। ঝাঁঝালো ধোঁয়ায় খেলা বন্ধ ছিলেন অনেক সময়। ম্যাচের পর মোহামেডানের কোচ আলফাজ আহমেদ অভিযোগ করেছিলেন ওই ঘটনার পর তার দলের খেলায় ছন্দপতন আসে এবং ম্যাচটা তারা হেরে যায়।

এবার মোহামেডান থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ওই ঘটনার বিচার চেয়েছে মোহামেডান। বাফুফে সাধারণ সম্পাদক বরাবর চিঠি দিয়ে মোহামেডান জানিয়েছে, পিছিয়ে থাকার কারণে পরিকল্পিতভাবে কিংসের উগ্র সমর্থকরা ওই ঘটনার সৃষ্টি করে। ফুটবলের বৃহত্তর স্বার্থে মোহামেডান খেলা চালিয়ে যায়। উক্ত ঘটনায় বাফুফে কোনো ব্যবস্থা না নিলে মোহামেডান ফিফাকে অবহিত করতে বাধ্য হবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে বাফুফেকে।

ওই স্টেডিয়ামের নিরাপত্তার ঘাটতির কথা উল্লেখ করে মোহামেডান জানিয়েছে, তারা কিংস অ্যারেনায় কোনো ম্যাচ খেলবে না।

আরআই/আইএইচএস/

Read Entire Article