কিংসে রিয়াল মাদ্রিদ একাডেমির ফুটবলার

4 hours ago 7
আসরোর গফুরভ ফিরছেন—তার চেয়ে বড় খবর এক আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলবদলের দ্বিতীয় লেগে নিবন্ধন করিয়েছে বসুন্ধরা কিংস। হুয়ান এদুয়ার্দো লেসকানো নামে ওই ফরোয়ার্ড একটা সময় লিভারপুল ও রিয়াল মাদ্রিদের একাডেমিতে ছিলেন! গফুরভ বসুন্ধরা কিংসের জার্সিতে ঢাকায় আস্থার সঙ্গে খেলে গেছেন। সর্বশেষ তিনি স্বদেশি ক্লাব এফসি কিজিলকুমের হয়ে খেলেছেন। যদিও ১ জানুয়ারি থেকে ক্লাবশূন্য এ মিডফিল্ডার। মৌসুমের প্রথম পর্বে লড়াই-সংগ্রাম করা বসুন্ধরা কিংস এ উজবেক ফুটবলারকে ফিরিয়ে আনছে। মৌসুমের প্রথম পর্বে আক্রমণভাগে ধারাবাহিকভাবে ভুগেছে হালের পরাশক্তিরা। এ কারণে হুয়ান এদুয়ার্দো লেসকানোকে উড়িয়ে আনা হচ্ছে। ৩২ বছর বয়সী এ ফুটবলার ২০১০ সালে লিভারপুল একাডেমিতে ছিলেন। পরবর্তী সময়ে নাম লেখান রিয়াল মাদ্রিদে। সেখান থেকে ২০১১ সালে বেরিয়ে যান। ২০১২ সালে আরব আমিরাতের ক্লাব আল-আহলিতে নাম লেখান। মাঝে রাশিয়ান ক্লাব আনঝি মাখাচকালার হয়েও খেলেছেন। বাংলাদেশ লিগের বিচারে ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এ ফুটবলারের প্রোফাইল বেশ ভালো। এদিকে ২০২৩-২৪ মৌসুমে বাংলাদেশ পুলিশের হয়ে খেলা ভেনেজুয়েলান ফরোয়ার্ড মরিল্লো জিমেনেজকে মৌসুমের বাকি অংশের জন্য নিবন্ধন করিয়েছে মোহামেডান। লিগ টেবিলের শীর্ষে থাকা ঐত্যিবাহী ক্লাবটি এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। মৌসুমের বাকি অংশের জন্য শক্তি বৃদ্ধির মাধ্যমে ঐতিহ্যবাহী ক্লাবটি আদৌ সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারবে কি না—উত্তরটা সময়ই দেবে। দশম রাউন্ড শেষে মোহামেডান ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সংগ্রহ ২৩ পয়েন্ট। ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বসুন্ধরা কিংস। পরের দুটি স্থানে আছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও ব্রাদার্স ইউনিয়ন। দুই দলের সংগ্রহ সমান, ১৫ পয়েন্ট করে।
Read Entire Article