মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা গোপনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য এক বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা করছেন। সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে রয়টার্স এমন তথ্য জানিয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া সফরের সময় এই বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি বা পিয়ংইয়ংয়ের সঙ্গে যোগাযোগ শুরু হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পের পক্ষ থেকে করা যোগাযোগের প্রস্তাব উত্তর কোরিয়া প্রত্যাখ্যান করেছিল।
গত আগস্টে ট্রাম্প হোয়াইট হাউজে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠকের পর কিম জং উনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু এই বৈঠক থেকে তিনি খালি হাতেই ফিরে এসেছেন বলে মনে হচ্ছে। কারণ ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে প্রস্তুত নন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। খবর বিবিসির।
সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের পর জেলেনস্কি বলেন, তিনি এবং ট্রাম্প দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করেছেন, তবে যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়াতে চায় না বলে এ বিষয়ে বিবৃতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র: রয়টার্স
এমএসএম