কিশোরগঞ্জে কৃষক হত্যায় ১৩ জনের যাবজ্জীবন

4 hours ago 4

কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক হত্যায় ১৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূরুল আমিন বিপ্লব ১৩ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন, উপজেলার ভাটিয়া-মিরপাড়া গ্রামের মজিবুর রহমান (৬৫), তার ছেলে শামীম মিয়া (৪০), মো. আরিফ (৩১) ও আমিনুল (৩৭), ভাতিজা রাশিদ (৫৫), মজিবুরের ভাই হাবিবুর রহমান (৬৩), তার ছেলে মুখলেছ (৩২), কামরুল (২৯) ও রানা (২৫), ফাইজুল (৫০), তার ছেলে মনির (২৯), শাহীন (৪০) এবং হাদিস মিয়া (৫০)।

নিহত নিহত মনির মিয়া একই এলাকার গ্রামের মৃত মো. গনি মিয়ার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জালাল উদ্দিন এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, উপজেলার ভাটিয়া-মীরপাড়া গ্রামের বাসিন্দা কৃষক মনির মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে তার চাচাতো ভাই ও অন্য আত্মীয়-স্বজনের সঙ্গে বিরোধ ছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রায় ঝগড়াঝাটি হতো।

২০২০ সালের ১০ এপ্রিল বিকেলে মজিবুর রহমানের নেতৃত্বে আসামিরা মনিরসহ আরও দুজনের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনজন আহত হয়। মনিরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল মনিরের মৃত্যু হয়।

এ ঘটনায় মনিরের ছোটভাই আইন উদ্দিন বাদী হয়ে ১২ এপ্রিল রাতে ১৪ জনের নাম উল্লেখ করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে ১৩ জন আসামির বিরুদ্ধে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন তৎকালীন করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন।

দীর্ঘদিন সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ ১৩ আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, যাদের নামে চার্জশিট দেওয়া হয়েছে, তাদের সবার সাজা হয়েছে।

এসকে রাসেল/আরএইচ/জিকেএস

Read Entire Article