কিশোরগঞ্জে পলিথিন ব্যাগ উৎপাদনের দায়ে তিন কারখানাকে জরিমানা

1 month ago 10

নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদনের দায়ে কিশোরগঞ্জের ভৈরবে তিনটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পলিথিন অভিযানে এক হাজার ৯০০ কেজি পলিথিন ব্যাগ ও এক হাজার ১৪০ কেজি নিষিদ্ধ পলিথিন উৎপাদনের কাঁচামাল জব্দ করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শহরের আমলাপাড়ার নিউটাউন এলাকায় অভিযান চালিয়ে জরিমানা ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন আদালত পরিচালনা করেন। এসময় ভৈরব র্যাব ক্যাম্পের সদস্য ও পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জে পলিথিন ব্যাগ উৎপাদনের দায়ে তিন কারখানাকে জরিমানা

অভিযানে নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদনের দায়ে শহরের তিনটি কারখানায় অভিযান চালায়। অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে নিউটাউন এলাকার সিয়াম উদ্দিন মালিকানাধীন পলিথিন কারখানাকে ২০ হাজার টাকা, শহরের আমলাপাড়ার নিউটাউন এলাকার হযরত আলী মালিকানাধীন মদিনা কারখানাকে ২০ হাজার টাকা ও আমলাপাড়া এলাকার শেফা প্লাস্টিক কারখানার মালিক সুমন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ।

এ বিষয়ে ইউএনও শবনম শারমিন জানান, নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে শহরের তিনটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানাসহ এক হাজার ৯০০ কেজি পলিথিন ব্যাগ ও এক হাজার ১৪০ কেজি পলিথিন উৎপাদনের কাঁচামাল জব্দ করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহৃত থাকবে।

রাজীবুল হাসান/এমএন/এমএস

Read Entire Article