কিশোরগঞ্জে বিজয় দিবসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

1 month ago 12

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজয় দিবস উপলক্ষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলমের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে তারা ঝটিকা মিছিলও করেন।

সোমবার (১৬ ডিসেম্বর) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাবেক সংসদ অ্যাডভোকেট সোহরাব উদ্দিন ও ছাত্র লীগের সভাপতি নাজমুল আলমের ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে।

ভিডিও শেয়ার করে লেখা রয়েছে, ‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগ-এর পক্ষ থেকে ১৯৭১ সালের সব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ ‘

ভিডিওতে দেখা যায়, পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দর্গা বাজার এলাকায় উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। সেখানে প্রায় ১৫ জন ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন। তারা দর্গাবাজার প্রদক্ষিণ করে স্থানীয় একটি স্কুলের শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।’

ভিডিওতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে, শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম, শেখ হাসিনা সরকার, বার বার দরকার, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, কে বলেরে মুজিব নাই, ‍মুজিব সারা বাংলায়, জয় বাংলার হাতিয়ার, গর্জে উঠুক আরেকবারসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায়।

কিশোরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেন বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ বিজয় দিবসের আকাঙ্খা নশচাৎ করার জন্য তারা আজকে মিছিল দিয়ে শহীদদের ফুল দিয়েছে। এইটা ঘৃণিত ও ন্যক্কারজনক কাজ। প্রশাসন কেন নীরব? অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠোর জবাব দেবে।’

পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াৎ হোসেনের কাছে এ বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যস্ত আছি। মিছিল ও ফুল দেওয়ার বিষয়টি আমার জানা নেই।’

Read Entire Article