দীর্ঘ সাত বছর পর ঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার (৪ জুন) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জানা গেছে, দীর্ঘ ৭ বছর পর গত ১৫ মে শরীফুল ইসলাম নিশাদকে সভাপতি ও রেদুয়ান রহমান ওয়াকিউরকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্র।
এর আগে ২০১৮ সালের ১৪ জুন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের ৫৮ সদস্যের কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রদল।
এসকে রাসেল/এমএন/এএসএম