কিশোরগঞ্জের পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

3 months ago 7

কিশোরগঞ্জে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে পুকুরে ডুবে মাআজ ইবনে হোসেন (১৫) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০মে) বিকেলে রেলওয়ে স্টেশনের পুকুরে এ ঘটনা ঘটে।

মাআজ ইবনে হোসেন জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাওনা এলাকার মোফাজ্জল হোসেনের ছোট ছেলে। সে কিশোরগঞ্জ শহরের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্বজনরা জানায়, সকালে বৃষ্টির মধ্যে বন্ধুদের নিয়ে মাআজ ফুটবল খেলতে যায়। খেলা শেষে দুপুরে রেলওয়ে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসকে রাসেল/আরএইচ/এএসএম

Read Entire Article