কিশোরদের এআই ব্যবহারে মেটার নিষেধাজ্ঞা

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারকারী কিশোরদের নিরাপত্তা জোরদার করতে বড় পদক্ষেপ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে থাকা এআই চরিত্রগুলোর সঙ্গে কিশোরদের যোগাযোগ সাময়িকভাবে নিষেধাজ্ঞায় রাখা হচ্ছে।  শনিবার (২৪ জানুয়ারি) ফক্স বিজনেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  মেটা জানিয়েছে, কিশোরদের জন্য বিদ্যমান এআই চরিত্রগুলোর ব্যবহার বন্ধ রেখে তাদের উপযোগী নতুন সংস্করণ তৈরি করা হচ্ছে। নতুন ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত মেটার সব অ্যাপে এআই ব্যবহারকারী কিশোররা প্রবেশ করতে পারবে না। শুধু নিবন্ধিত কিশোর নয়, বয়স নির্ধারণ প্রযুক্তির মাধ্যমে যাদের অপ্রাপ্তবয়স্ক হিসেবে শনাক্ত করা হচ্ছে, তাদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। মেটার ওয়েবসাইটে প্রকাশিত এক হালনাগাদ ব্লগ পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ২০২৫ সালের নিরাপত্তা প্রিভিউ ঘোষণার ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ঘোষণায় কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের জন্য বাড়তি নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলো মেটা। নতুন পরিকল্পনা অনুযায়ী, অভিভা

কিশোরদের এআই ব্যবহারে মেটার নিষেধাজ্ঞা
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারকারী কিশোরদের নিরাপত্তা জোরদার করতে বড় পদক্ষেপ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে থাকা এআই চরিত্রগুলোর সঙ্গে কিশোরদের যোগাযোগ সাময়িকভাবে নিষেধাজ্ঞায় রাখা হচ্ছে।  শনিবার (২৪ জানুয়ারি) ফক্স বিজনেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  মেটা জানিয়েছে, কিশোরদের জন্য বিদ্যমান এআই চরিত্রগুলোর ব্যবহার বন্ধ রেখে তাদের উপযোগী নতুন সংস্করণ তৈরি করা হচ্ছে। নতুন ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত মেটার সব অ্যাপে এআই ব্যবহারকারী কিশোররা প্রবেশ করতে পারবে না। শুধু নিবন্ধিত কিশোর নয়, বয়স নির্ধারণ প্রযুক্তির মাধ্যমে যাদের অপ্রাপ্তবয়স্ক হিসেবে শনাক্ত করা হচ্ছে, তাদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। মেটার ওয়েবসাইটে প্রকাশিত এক হালনাগাদ ব্লগ পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ২০২৫ সালের নিরাপত্তা প্রিভিউ ঘোষণার ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ঘোষণায় কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের জন্য বাড়তি নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলো মেটা। নতুন পরিকল্পনা অনুযায়ী, অভিভাবকরা চাইলে তাদের সন্তানের এআই চরিত্রের সঙ্গে একান্ত কথোপকথন সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে পারবেন। পাশাপাশি নির্দিষ্ট কিছু এআই চরিত্র ব্লক করার সুবিধাও যুক্ত করা হবে। এছাড়া কিশোররা এআই চ্যাটবট বা মেটার এআই সহকারীর সঙ্গে কী ধরনের বিষয় নিয়ে আলোচনা করছে, সে সম্পর্কে সামগ্রিক ধারণা পাবেন অভিভাবকরা। সম্প্রতি এআই চ্যাটবটের অশালীন ও অনুপযুক্ত আচরণ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নতুন করে গুরুত্ব পায় বলে জানিয়েছে মেটা। তবে অভিভাবকরা চাইলে সম্পূর্ণ এআই ব্যবহারের সুযোগ বন্ধ না করেও এসব নিয়ন্ত্রণ কার্যকর করতে পারবেন। মেটা আরও জানায়, কিশোরদের জন্য নতুন করে তৈরি করা এআই চরিত্র চালুর সময়ই এসব নিরাপত্তা ফিচার যুক্ত করা হবে। নতুন এআই অভিজ্ঞতাগুলো পিজি-১৩ মানদণ্ড অনুসরণ করবে, যাতে কোনোভাবেই প্রাপ্তবয়স্ক বা অনুপযুক্ত কনটেন্টে কিশোরদের প্রবেশের সুযোগ না থাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow