ময়মনসিংহের মুক্তাগাছায় অটোরিকশায় তুলে নিয়ে ১৪ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত চারজনের মধ্যে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (১২ নভেম্বর) রাতে ভুক্তভোগীর মা বাদি হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার তিনজন হলেন- পংকজ দে (১৯), রোমান (২৩), এমরান হোসেন(৩২)। আরেক অভিযুক্ত আমির হোসেন (২৮) পলাতক।
জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ঢাকায় বাসাবাড়িতে কাজ করেন। মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে মুক্তাগাছায় বাস থেকে নামেন। বাড়ি যাওয়ার পথে পংকজ দের সঙ্গে দেখা হয়। বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি অটোরিকশায় করে ভিন্ন পথে ঘুরিয়ে বাঁশ বাগানে নিয়ে জোরপূর্বক পংকজ ও তার তিন সহযোগী অটোচালক রোমান, আমির হোসেন এবং এমরান ধর্ষণ করে।
আরও জানা গেছে, ঘটনা জানাজানি হলে এলাকাবাসী মিলে বুধবার রাতে সালিশের কথা বলে তিন ধর্ষক ডেকে আনে। এ সময় তারা জনসম্মুখে ঘটনার কথা স্বীকার করে। পরে এলাকাবাসী তাদের তিনজনকে বেঁধে রেখে থানা পুলিশে খবর দিলে তাদের থানায় নিয়ে আসে। অপর একজন বাড়ি থেকে পালিয়ে যায়। বুধবার রাতেই ভিকটিমের মা বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় মামলা করেন।
ভুক্তভোগী জানান, অভিযুক্তরা রাতেই তিনবার পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে তাকে অটোরিকশায় উঠিয়ে সেখানেও ধর্ষণ করে। পরে রাত আনুমানিক ২টার দিকে একটি ফিশারির পাড়ে রেখে পালিয়ে যায়। পরদিন বুধবার (১২ নভেম্বর) দুপুরে স্থানীয়রা অসুস্থ অবস্থায় উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।
মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, এলাকাবাসীর সহায়তায় পুলিশ বুধবার রাতে তিন ধর্ষককে আটক করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

2 hours ago
7








English (US) ·