আসছে মাইকেল

2 hours ago 4

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উন্মোচিত হলো পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক সিনেমা ‘মাইকেল’-এর বহুল প্রতীক্ষিত টিজার। মাত্র এক মিনিট ১৩ সেকেন্ডের ঝলকেই গোটা দুনিয়া যেন আবারও মগ্ন হয়ে পড়েছে কিংবদন্তির জাদুতে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তোলপাড়, যেন জেগে উঠেছে সেই পুরোনো উন্মাদনা।

অফিসিয়াল এই টিজারটি প্রকাশ করেছে লায়নসগেট মুভিজ। মুক্তির পরপরই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় টিজারটি। 

ভক্তরা বলছেন, আসছে বছরে এটি হতে পারে সবচেয়ে আলোচিত বায়োপিকগুলোর একটি।
নির্মাতা অ্যান্টোইন ফুকোয়ার ভাষ্য অনুযায়ী, ‘মাইকেল’ শুধু একজন শিল্পীর সাফল্য নয়; তার জীবন, সংগ্রাম, উত্তরাধিকার ও মানসিক যাত্রার গল্পও তুলে ধরবে। জ্যাকসন ফাইভ থেকে শুরু করে বৈশ্বিক তারকা হয়ে ওঠা পর্যন্ত মাইকেলের সংগীতজীবনের পাশাপাশি মঞ্চের বাইরের অজানা দিকগুলোও এতে উঠে আসবে।

সবচেয়ে বড় চমক হলো, এই সিনেমায় মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। ট্রেলারে তাকে দেখা গেছে বিখ্যাত ‘মুনওয়াক’, ‘থ্রিলার’ নাচ এবং স্টেজ পারফরম্যান্সগুলো অবিকলভাবে পুনরায় ফুটিয়ে তুলতে। দর্শকরা বলছেন, ‘রক্তও কথা বলে’। বলা বাহুল্য, জাফারের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক ও স্টেপে যেন জীবন্ত হয়ে উঠেছে মাইকেল জ্যাকসন নিজেই।

টিজারের শুরুটাও দারুণ নাটকীয়। হেডফোনে সংগীতে নিমগ্ন এক মাইকেল; তারপরই ভেসে আসে কোয়েন্সি জোন্সের কণ্ঠ, ‘আমি জানি তুমি অনেকদিন ধরে এর জন্য অপেক্ষা করছো...’

এরপর দৃশ্যগুলো দ্রুত বদলাতে থাকে। রিল টেপ ঘোরা, সাউন্ড কনসোলের ফেডার নড়াচড়া, হাতে লেখা গানের লিস্ট, লাখো ভক্তের উচ্ছ্বাস, ফ্ল্যাশে ভরা পুরস্কার মঞ্চের মুহূর্ত; সব মিলিয়ে টিজারজুড়ে ধরা দিয়েছে মাইকেল জ্যাকসনের ইতিহাসের এক ঝলক। এটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ এপ্রিল।

Read Entire Article