প্রীতি ম্যাচের জন্য চমক রেখে আর্জেন্টিনার দল ঘোষণা

4 hours ago 5

চলতি মাসের ফিফা প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় দলের নতুন ঘোষিত স্কোয়াডে যেন মিশেছে বিস্ময় আর সাহসের মিশ্রণ। লিওনেল স্কালোনি এবার আনছেন নতুন মুখ, বসাচ্ছেন কিছু তারকাকে বিশ্রামে তবে থাকছেন লিওনেল মেসি। আঙ্গোলার বিপক্ষে ১৪ নভেম্বরের প্রীতি ম্যাচের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন স্কালোনি, যেখানে জায়গা পেয়েছেন তিন তরুণ—গিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, হোয়াকিন পানিচেল্লি ও ম্যাক্সিমো পরোনে।

তবে তালিকায় চোখ রাখলে দেখা যাবে বেশ কিছু পরিচিত মুখ নেই। অনুপস্থিত গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ, যিনি বিশ্রাম পাবেন এই আন্তর্জাতিক বিরতিতে। একইভাবে দেশের লিগে খেলা কোনো খেলোয়াড়কেই এবার ডাকেননি স্কালোনি। ফলে রিভার প্লেট, বোকা জুনিয়রস কিংবা রেসিংয়ের তারকারা সবাই এবার বাইরে।

আগামী ১৪ নভেম্বর লুয়ান্ডায় আঙ্গোলার বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচের সময় এখনও নির্ধারিত হয়নি। মার্কিন মাটিতে গত মাসে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে জয় পাওয়ার পর স্কালোনি এবারও নতুন কিছু পরীক্ষা করতে চান—সেটিই এই সফরের মূল লক্ষ্য।

তারকা ছড়ানো স্কোয়াডে আছেন অধিনায়ক লিওনেল মেসি, সঙ্গে রয়েছেন রদ্রিগো দে পল, ক্রিস্টিয়ান রোমেরো, জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, তাগলিয়াফিকো, নিকো গঞ্জালেজ ও জিওভানি লো চেলসো।

তবে গোলপোস্টে থাকবে পরিবর্তন—জেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ থাকছেন, দিবুর অনুপস্থিতিতে। রেসিংয়ের তরুণ গোলরক্ষক ফাকুন্দো ক্যামবেসেস, যিনি পুয়ের্তো রিকোর বিপক্ষে অভিষেক করেছিলেন, এবার ক্লাবের দায়িত্বে থাকবেন।

দলে নেই মার্কোস আকুনা, গঞ্জালো মনতিয়েল, লাওতারো রিভেরো (রিভার প্লেট) ও লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়রস)। এছাড়া লিওনার্দো বালার্দি (আঘাতপ্রাপ্ত) ও ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো (রিয়াল মাদ্রিদ, পিউবালজিয়া আক্রান্ত) ছিটকে গেছেন চোটের কারণে।

সবচেয়ে বড় চমক গিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে যিনি দিয়েগো প্লাসেন্তের দলের অন্যতম উজ্জ্বল মুখ ছিলেন। এবার সেই প্রতিভাবান উইঙ্গার প্রথমবার ডাক পেয়েছেন সিনিয়র দলে।

তার সঙ্গে স্কোয়াডে নতুন মুখ হোয়াকিন পানিচেল্লি—রিভার প্লেটের একাডেমি থেকে উঠে আসা এই স্ট্রাইকার বর্তমানে ফ্রান্সের রেসিং স্ট্রাসবুরে দুর্দান্ত ফর্মে আছেন।

আরেক তরুণ, ম্যাক্সিমো পরোনে, ইতালির ক্লাব কোমোতে নিকোলাস পাজের সতীর্থ। তিনিও এবার সুযোগ পাচ্ছেন স্কালোনির মূল একাদশে জায়গা করে নেওয়ার লড়াইয়ে।

আর্জেন্টিনার স্কোয়াড

গোলরক্ষক: জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, জুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো

মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ

ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, জিওলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ানি, জোয়াকিন পানিচেল্লি।

Read Entire Article