কী আছে হোয়াটসঅ্যাপের ‘অ্যাবাউট’ ফিচারে

নতুন ফিচার চালু করতে যাচ্ছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এ ফিচারের আওতায় ইনস্টাগ্রাম নোটসের মতো স্বল্পমেয়াদি স্ট্যাটাস আপডেট করা যাবে। ব্যবহারকারীরা এখন ছোট টেক্সট বা বার্তা আকারে আপডেট শেয়ার করতে পারবেন, যা তাদের কনট্যাক্ট লিস্টে থাকা অন্যরাও দেখতে পাবেন। নতুন এই ফিচারের নাম ‘অ্যাবাউট’। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হোয়াটসঅ্যাপের শুরুর দিকের একটি জনপ্রিয় ফিচার ছিল ‘অ্যাবাউট’। নিরাপত্তা ও প্রাইভেসি ব্যবস্থায় বড় পরিবর্তন আনার পর এবার ফিচারটিকে আধুনিক রূপে ফিরিয়ে আনছে প্রতিষ্ঠানটি। নতুন অ্যাবাউট আপডেট দেখা যাবে ব্যক্তিগত চ্যাট উইন্ডোতে এবং ব্যবহারকারীর প্রোফাইলেও। এমনকি চ্যাট থেকে ওই অ্যাবাউট স্ট্যাটাসে ট্যাপ করে সরাসরি রিপ্লাই দেওয়ার সুবিধা যুক্ত করা হয়েছে। ইনস্টাগ্রাম নোটসের মতো হোয়াটসঅ্যাপের অ্যাবাউট স্ট্যাটাসও ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। এছাড়া ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের জন্য টাইমার ব্যবহার করতে পারবেন। গোপনীয়তার ক্ষেত্রেও আলাদা সেটিংস থাকবে, ফলে কে এই স্ট্যাটাস দেখতে পাবে তা ব্যবহারকারী নিজেই ঠিক করতে পারবেন। তব

কী আছে হোয়াটসঅ্যাপের ‘অ্যাবাউট’ ফিচারে

নতুন ফিচার চালু করতে যাচ্ছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এ ফিচারের আওতায় ইনস্টাগ্রাম নোটসের মতো স্বল্পমেয়াদি স্ট্যাটাস আপডেট করা যাবে। ব্যবহারকারীরা এখন ছোট টেক্সট বা বার্তা আকারে আপডেট শেয়ার করতে পারবেন, যা তাদের কনট্যাক্ট লিস্টে থাকা অন্যরাও দেখতে পাবেন। নতুন এই ফিচারের নাম ‘অ্যাবাউট’।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হোয়াটসঅ্যাপের শুরুর দিকের একটি জনপ্রিয় ফিচার ছিল ‘অ্যাবাউট’। নিরাপত্তা ও প্রাইভেসি ব্যবস্থায় বড় পরিবর্তন আনার পর এবার ফিচারটিকে আধুনিক রূপে ফিরিয়ে আনছে প্রতিষ্ঠানটি। নতুন অ্যাবাউট আপডেট দেখা যাবে ব্যক্তিগত চ্যাট উইন্ডোতে এবং ব্যবহারকারীর প্রোফাইলেও। এমনকি চ্যাট থেকে ওই অ্যাবাউট স্ট্যাটাসে ট্যাপ করে সরাসরি রিপ্লাই দেওয়ার সুবিধা যুক্ত করা হয়েছে।

ইনস্টাগ্রাম নোটসের মতো হোয়াটসঅ্যাপের অ্যাবাউট স্ট্যাটাসও ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। এছাড়া ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের জন্য টাইমার ব্যবহার করতে পারবেন। গোপনীয়তার ক্ষেত্রেও আলাদা সেটিংস থাকবে, ফলে কে এই স্ট্যাটাস দেখতে পাবে তা ব্যবহারকারী নিজেই ঠিক করতে পারবেন।

তবে শুরুর সংস্করণে ইনস্টাগ্রাম নোটসের মতো ভিডিও, অডিও বা মিউজিক যোগ করার সুবিধা থাকছে না, শুধু টেক্সট আপডেট দেওয়া যাবে। ভবিষ্যতে ব্যবহারকারীদের আগ্রহ অনুযায়ী এই ফিচারে মাল্টিমিডিয়া যুক্ত করার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে মেটা।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে ধাপে ধাপে সব মোবাইল ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছাতে শুরু করবে।

নতুন যুক্ত হওয়া আরেক ফিচার:
সম্প্রতি হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবির ওপরে কভার ফটো যোগ করা যাবে এমন ফিচারের ঘোষণা দিয়েছে। ব্যবহারকারীরা গ্যালারি থেকে যে কোনো ছবি বেছে নিয়ে কভার ফটো হিসেবে সেট করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে কভার ফটো সেট করার সম্ভাব্য প্রক্রিয়া (টেস্ট ফিচার অনুযায়ী):

হোয়াটসঅ্যাপ খুলুন >
ওপরের ডানদিকে থাকা থ্রি-ডট মেনু (⋮) থেকে Settings এ যান >
আপনার প্রোফাইল নাম/ফটোতে ট্যাপ করুন। এখানে Profile Photo-এর ওপরে কভার ফটোর মতো একটি Cover Area বা Add Cover Photo বিকল্প দেখাবে (যাদের ফিচারটি এসেছে) >
সেখানে ট্যাপ করলে Upload Photo / Choose from Gallery-কখনো Take Photo-এমন অপশন আসবে। ছবি সিলেক্ট করার পর সেটাকে Drag/ Adjust করে কভার হিসেবে সেট করা যাবে। Save/ Done চাপলেই কভার ফটো সেট হয়ে যাবে।

ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

শাহজালাল/আরএমডি/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow