কী কারণে মেটাকে জরিমানা করল ইইউ?

2 months ago 39
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮৪ কোটি ডলার (৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।  বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ইউরোপীয় কমিশন এই জরিমানা আরোপ করে। মেটার বিরুদ্ধে অভিযোগ, কোম্পানিটি ফেসবুকের মার্কেটপ্লেসের মাধ্যমে একচেটিয়া ব্যবসা-বাণিজ্য আইন লঙ্ঘন করেছে। ইইউর অভিযোগ অনুযায়ী, মেটা ফেসবুকের মার্কেটপ্লেসে ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করার মাধ্যমে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবাগুলির ওপর একচেটিয়া প্রভাব বিস্তার করেছে। এর ফলে, অন্যান্য কোম্পানির বিজ্ঞাপনদাতারা প্রতিযোগিতা করতে অক্ষম হয়ে পড়েছে, কারণ মেটা তাদের প্ল্যাটফর্মে বিশাল পরিমাণ বিজ্ঞাপন ডেটা একচেটিয়াভাবে ব্যবহার করে। ইউরোপীয় কমিশন আরও জানিয়েছে, ফেসবুক এবং ইনস্টাগ্রামে যারা বিজ্ঞাপন দেয়, তাদের জন্য মেটা অতিরিক্ত এবং অন্যায্য শর্ত আরোপ করেছে। এতে করে মেটা অন্য বিজ্ঞাপনদাতাদের তথ্য একত্রিত করতে সক্ষম হয়, যা তাদের বিজ্ঞাপন ব্যবস্থাপনায় একটি অস্বচ্ছ সুবিধা প্রদান করে। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা বিভাগের প্রধান মারগ্রেথ ভেসটাগার বলেছেন, ‘মেটার এই ধরনের ব্যবসায়িক কার্যক্রম ইইউর একচেটিয়া বাণিজ্য আইন অনুযায়ী বেআইনি। মেটার অপব্যবহার বন্ধ করতে হবে।’ এদিকে, মেটা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে, তারা বিজ্ঞাপনদাতাদের তথ্য ব্যবহারের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে না। মেটা আরও দাবি করেছে, ‘ফেসবুক ব্যবহারকারীরা নিজে থেকেই মার্কেটপ্লেস ব্যবহার করতে চায় এবং তারা বাধ্য নয়।’ মেটা এই জরিমানা মোকাবিলায় আপিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের সেবা উদ্ভাবনী এবং গ্রাহক-কেন্দ্রিক হওয়া সত্ত্বেও ইইউ এর আইনগত পদক্ষেপকে হতাশাজনক হিসেবে চিহ্নিত করেছে। এই জরিমানা মেটার জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে তাদের বিজ্ঞাপন ব্যবসা এবং ইউরোপীয় বাজারে প্রভাব বজায় রাখতে।
Read Entire Article